নওগাঁর আত্রাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নীপেন্দ্রনাথ দুলাল দত্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আখতারুজ্জামান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম কাউছার হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, প্রতিবন্ধী অফিসের কর্মকর্তা পি এম কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আরিফ হোসেন, উপজেলার মুক্তিযোদ্ধারাসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা।